Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর জগন্নাথ মন্দিরে রহস্যজনক অগ্নিকান্ড

mondir
০৪ নবেম্বর,১৬
আবুল হোসেন রিপন:-ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার ভোররাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের নিতাই বাড়ীর মন্দিরটিতে অগ্নিকান্ডে সামান্য ক্ষতি হয়।মন্দির কমিটির সভাপতি অনিল দাশ জানান,দূর্বৃত্তরা মন্দিরের দরজার ফাঁক দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।এতে দরজার নিছের চৌকাটের সামান্য অংশ পুড়ে যায়।সকালে মন্দিরে পুজা দিতে গেলে বিষয়টি নজরে আসলে মডেল থানায় জানানো হলে এস.আই ডালিম কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।তিনি আরও জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদের নির্বাচনের পূর্বেও মন্দিরটিতে আগুন দেওয়া হয়েছিলো।সরজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করতে চিহ্নিত একটি মহল পরিকল্পিকভাবে ঘটনাটি ঘটিয়েছে।আবার অনেকে মনে করেন পুজার পর মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।মন্দিরে অগ্নিকান্ডের বিষয়টি তদারকির জন্য শুক্রবার দুপুরে ফেনীর সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের লোকজানের সাথে কথা বলে।সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন,প্রাথমিক তদন্তে ঘটনাটি যে পরিকল্পিতিভাবে ঘটানো হয়েছে এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে।তথ্যগুলো উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *