
নিজস্ব প্রতিবেদক,১৫ নবেম্বর ১৬।।০৬:২৫:৫৪
সদ্য পদোন্নতি প্রাপ্ত ০৫ পুলিশ কর্মকর্তাকে সোনাগাজী মডেল থানায় পদায়ন করেছে পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।তবদির ঠেকাতে সোমবার তিনি লটারীর মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থল নির্ধারন করেন।মঙ্গলবার বিকালে এসআই মসহাদি কামাল ফিরোজ,এএসআই ফাইজ উদ্দিন,এএসআই জহিরুল ইসলাম,এএসআই আমিরুল ইসলাম,এএসআই কুলছুমা আক্তার সোনাগাজী মডেল থানায় যোগদান করেন।
