Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

৫০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন চেয়ারম্যান ভুট্টু

 

fb_img_1478517452672

০৭ নবেম্বর,১৬

নিজস্ব প্রতিবেদক:-৫০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।সোমবার বিকালে জামিনের আদেশ ফেনী কারাগারে পৌঁছার পর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি প্রদান করে।মুক্তির পর কারা ফটকে তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।প্রসঙ্গগত  গত ১৮ সেপ্টেম্বর চরদরবেশ ইউনিয়নে কথিত পরকিয়া প্রেমের অভিযোগে শালিসের নামে গৃহবধুকে যৌন হয়রানী ও পরকিয়া প্রেমিক আমিন কে চাঁদার দাবীতে মাথা ন্যাড়া করে গ্রাম ঘুরানো হয়।বিষয়টি গনমাধ্যমে প্রকাশিত হলে ভুক্তভোগিরা ভুট্টু চেয়ারম্যানের বিরুদ্ধে সোনাগাজী মড়েল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে।মামলা দায়েরর পর ১৮ সেপ্টেম্বর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *