
০৭ নবেম্বর,১৬
আবুল হোসেন রিপন,বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে:-০৭ নবেম্বর ১৯৭৫ সালের প্রত্যুষে কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদের বিপ্লবি সৈনিক সংস্থার সদস্যরা ঢাকা সেনানিবাস থেকে বন্দি অবস্থায় স্বেচ্চায় পদত্যাগকারী জেনরেল জিয়াকে মুক্ত করে।বিএনপি দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস পালন করলেও যাদের বিপ্লবের কারনে জিয়া বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলো তাদের কৃতিত্বের কথা সম্পুর্ন অস্বিকার করে বেমালুম আডাল করার চেষ্টা করছে গত ৪১ বছর ধরে।এমন কি যার নেতুত্বে সাধারন সৈনিকেরা বিপ্লব করে জিয়াকে মুক্ত করেছিলো সেই কর্নেল তাহের কে কথিত সেনা বিদ্রোহের অভিযোগে জিয়া ১৯৭৬ সালে ফাঁশিতে ঝুলিয়ে হত্যা করেছিলো।যে সামরিক আইনে তাহের কে ফাঁশি দিয়েছিলো সে আইনে মৃত্যুদন্ডের বিধানও ছিলোনা।সেই ৭ নবেম্বর কে ঘিরে সপ্তাহ জুড়ে বিএনপি নেতৃবৃন্দ বলে আসছে সরকার অনুমতি না দিলেও যে কোন মুল্যে দিবসটি পালন করা হবে।তাদের সে বক্তব্যের বাস্তবে দেখতে ৭ নবেম্বর সকাল ১০:৪৫ মিনিট সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে কোন নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি।এমনকি কার্যালয়ের প্রধান ফটকের তালাবদ্ধ দেখতে পাওয়া যায়।আশেপাশে আইনশৃংখলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি।তাহলে কি বিএনপি নেতাদের সপ্তাহ ব্যাপি আস্ফালন ফাঁকা বুলিতে পরিনত হয়েছে?
