
আবুল হোসেন রিপন,১২ ডিসেম্বর ১৬।। ০৪:৩০:২১
ফেনীর সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মিয়াজি বাড়ীর খলিলুর রহমানের ছেলে নুরুল আমিন।পরিবার পরিজন নিয়ে মোটামোটি ভালোই চলছিলো তার জীবন।পরিবারের স্বচ্চলতার জন্য হংকং গিয়েছিলো নুরুল করিম।কিছুদিন চাকুরী করার পর অসুস্থ্য হয়ে পড়লে সহকর্মীরা তাকে ডাক্তারের কাছে নিলে জানতে পারে তার দুটি কিডনি ৯০% অচল।ধার কর্য করে বিদেশ গেলেও অসুস্থ্যতার জন্য তাকে ৬ মাস পূর্বে খালি হাতে দেশে ফিরে আসতে হয়েছে। ইতিমধ্যে চিকিৎসার পিচনে তার সহায় সম্পত্তি যাহা ছিলো সবই বিক্রি করতে হয়েছে।বেঁচে থাকার জন্য প্রতিদিন তার ১৫০০ টাকা ব্যায়ে ডায়ালোসিস করতে হয়।ডাক্তার পরামর্শ দিয়েছে ভারতের মাদ্রাজে চিকিৎসা করানোর জন্য কিন্তু ২০/৩০ লক্ষ টাকার ব্যায়বহুল চিৎিসার খরচ বহনের পরিবারের সামথ্য নেই।টাকার অভাবে চিকিৎসা খরচ চালাতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্চে সে।পিতার করুন অবস্থা দেখছে অসহায় দুই শিশু।নুরুল করিম বাঁচতে চাই। তাকে বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে সমাজের দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার পরিজন।
সাহায্যে পাঠাতে যোগা যোগ করুন।
মোঃকরিম,বিকাশ নং,০১৮২৭৮৬৪৮৮৬
শর্শদি ফেনী সদর।
