
নিজস্ব প্রতিবেদক,০৫ ডিসেম্বর ১৬।।০৪:৫৫:৩৫
-গ্রীন ফেনী ও ক্লিন ফেনী গড়ার অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌর সভার সহযোগীতায় শহরের সার্কেট হাউজ সড়ক পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অভিযানের উদ্ভোধন করা হয়েছে।
রবিবার বিকালে সড়কটিতে ঝাডু দিয়ে পলিথিনসহ ময়লা আবর্জনা পরিস্কার করে এর উদ্ভোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মো: আমিন উল আহসান ও পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম।
এসময় দোকানের সামনে ময়লা আবর্জনা না রাখতে ও নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।অনুষ্ঠানে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান,অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার,সহকারী পুলিশ সুপার(সদর)খালেদ হোসেন,সহকারী পুলিশ সুপার(বিশেষ)আমিনুল ইসলাম,সহকারী পুলিশ সুপার(সার্কেল)আমিরুল আলম,পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার,নজরুল ইসলাম স্বপন মিয়াজী,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী,ফাহমিদা হক,পৌর কাউন্সিলর লুৎপুর রহমান খোকন হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে বেলুন উডানো হয়।
এর আগে গ্রিন ফেনী ও ক্লিন ফেনী গড়ার অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে ২ নভেম্বর সার্কেট হাউজ সড়ক পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার লক্ষে দোকান মালিকদের সাথে মতবিনিময়সভা করেন জেলা প্রশাসক।
