
সোনাগাজীর আলো ডেস্ক,০৬ ডিসেম্বর ১৬।।০৪:২৫:২৩
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের একটি জাপানি রেস্তোরাঁয় গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শাকিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম হেলাল বলেছেন, ‘আমি শুনেছি, হাসপাতালে তাকে দেখতে যাচ্ছি।’
এদিকে, শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল জানান, ‘গুলশানের একটি বাড়িতে আজ শাকিল মারা গেছেন বলে খবর পেয়েছি।’
২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।
১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক।
এদিকে, এ ঘটনায় ওই রেস্তোরাঁ থেকে সন্দেহবশত ৫ জনকে আটক করেছে পুলিশ
