Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী পল্লী বিদ্যুত সমিতির নির্বাচন।।পরিচালক পদে মনোয়নত্র নিলেন সলিম উল্যাহ সেলিম

 

received_424241387965176

 

নিজস্ব প্রতিবেদক,০৭ ডিসেম্বর ১৬।।০৪:১০:৩২

ফেনী পল্লী বিদ্যুত সমিতির  আসন্ন নির্বাচনে পরিচালক পদে মনোয়নপত্র সংগ্রহ করলেন সোনাগাজীর চরছান্দিয়ার বাসিন্দা ব্যাবসায়ী ও সমাজ সেবক সলিম উল্যাহ সেলিম।তিনি মনোয়নপত্র সংগ্রহের শেষ দিনে পরিচালক-৯ অঞ্চলের  জন্য মনোয়নপত্র নিলেন।১৯-০১-১৭ ইং তারিখে এ নির্বচনের দিন ধার্য রয়েছে।ওই দিন সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুল কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।চরছান্দিয়া,সোনাগাজী পৌরসভা,সোনাগাজী সদর,আমিরাবাদ ও নবাবপুর নিয়ে ফেনী পল্লী বিদ্যুত সমিতির-৯ অঞ্চল গঠিত।সলিম উল্যাহ সেলিম ব্যাবসার পাশাপাশি এলাকায় শিক্ষানুরাগী হিসেবে পরিচিত।তিনি চরছান্দিয়ার রব প্রাথমিক বিদ্যালয় ও ওয়ালি আল হায়দারিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *