
নিজস্ব প্রতিবেদক,০৬ ডিসেম্বর ১৬।। ০২:০৫:১৬
ফেনীর সোনাগাজীতে ভুয়া দলিল সৃজন করে বসত বাড়ী দখলের অভিযোগে চিহ্নিত কয়েকজন ভুমিদস্যুর বিরুদ্ধে স্বরাষ্টমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করেছে আমেনা বেগম নামের অসহায় মহিলা।মঙ্গলবার সকালে ওই মহিলা সোনাগাজী প্রেস ক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দকে লিখিত অভিযোগের অনুলিপি প্রদান করে।ভুক্তভোগী মহিলা উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের ছেরু মিয়া বাড়ীর হাফেজ আহাম্মদের স্ত্রী।লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,১৮/১২/৯৫ সালে তিনি ৭২৯০ ছাপ কবলামুলে একই গ্রামের আব্দুল বারেকের নিকট থেকে ৩০ শতক ভুমি ক্রয় করে।যাহা পালগিরি মৌজার সিএস ২৯৭ খতিয়ানের ২৩৫,২৪৪,২৭৬,২৮০ দাগে নির্ধারন করা রয়েছে।ক্রয় করার পর তিনি বাড়ী ঘর নির্মান করে ভোগ দখল করছেন।কিন্তু ১৭ বছর পর ০৩/১১/২০১২ সালে জমি বিক্রয়কারী আব্দুল বারেক একই জমি প্রতারনার মাধ্যমে তার মেয়ে হাছিনা বেগমের নামে ১০৪ নং হেবা দলিল দিয়ে মৃত্যুবরন করে।হাছিনা বেগম ৫ দিন পর ০৮/১১/১২ সালে তার স্বামী ইব্রাহিমের নামে উক্ত ভুমি ১১৯ নং হেবা দলিল করে।এরপর অভিযুক্ত হাছিনা বেগম,ইব্রাহিম,আহচান উল্যাহ,আমিন উল্যাহ,দেলোয়ার হোসেন, মোস্তফা মিয়া,আবুল হোসেন,কামাল উদ্দিন,আবুল বসর,এমরান হোসেন,জাহাঙ্গীর আলম পরস্পরের যোগসাজশে আলেয়া বেগমের ছাপ কবলামুলে ক্রয় করা বসতবাড়ী থেকে উচ্ছেদের ষড়ষন্ত্র করে।ব্যার্থ হয়ে তারা হাছিনা বেগম ও তার স্বামী হাফেজ আহম্মদের উপর কয়েকবার হামলা চালিয়ে আহত করে কয়েকটি মিথ্যা মামলা দায়ের দিয়ে হয়রানী করছে।তিনি আরও উল্লেখ করেন গত কয়েকমাস যাবৎ স্থানীয় সন্ত্রাসী আহচান উল্যাহ মামুন তার সহযোগী দেলোয়ার হোসেন,আবুল বসর,জাহাঙ্গির এমরানের সহযোগীতায় তাদের উপর দফায় দফায় হামলা করে বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা চালায়।এমনকি অভিযুক্তরা আলেয়া বেগমের নিয়োগ করা আইনজীবিকেও মোটা অংকের টাকার বিনিময়ে কৌশলে তার বিরুদ্ধে ব্যাবহার করে। বর্তমানে তারা প্রাননাশের আশংকায় রয়েছে জানিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।লিখিত অভিযোগের অনুলিপি আলেয়া বেগম জেলা প্রশাসক ফেনী,সহকারী ভুমি কমিশনার সোনাগাজী ও মডেল থানার ওসিকে প্রেরন করে।
