Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

এমপি লিটন হত্যা মামলায় জামায়াতের আমির আটক

সোনাগাজীর আলো ডেস্ক, ০৮ জানুয়ারী ১৭।। ০৬:৫০:৪৬

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মন্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্ব থানার আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে পৌনে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারী (শখের বাজার) এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ পূর্ব থানার জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় সাইফুল ইসলাম মণ্ডল জড়িত থাকতে পারে। এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক সাইফুল ইসলাম মণ্ডলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *