Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ছাগলনাইয়ার মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ভূয়া সনদ ও অর্থ আত্মসাতের অভিযোগ 

ফেনী প্রতিনিধি, ১৮ জানুয়ারী ১৭।।১২:০২:০১

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে সনদ জালিয়তি, অর্থ আত্মসাত ও প্রতারনা অভিযোগের প্রমান পেয়েছেন তদন্ত কমিটি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ৪ সদস্যের তদন্ত কমিটি দির্ঘসময় স্থানিয় মুক্তিযোদ্ধাদের নিয়ে তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিলেছে বলে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে। জেলা কমান্ডার মির আবদুল হান্নান তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিলেছে বলে স্বীকার করে এ বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রিয় সংসদের কাছে সুপারিশ করেছে বলে দাবী করেছেন।

সূত্রে জানাযায় ছাগলনাইয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউছুফ চৌধুরী স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে রাজাকার ও পাকিস্তানিদের হাতে আটক হয়ে চট্টগ্রাম কারাগারে কারাভোগ করে। দেশ স্বাধীনের পর ইউছুফ চৌধুরী মুক্তিলাভ করে স্বাস্থ্য বিভাগে চাকুরী নেয়। কোন প্রকার যুদ্ধছাড়াই নিজের চতুরতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম অন্তভুক্ত করে নিয়ে মহাজোট সরকারের সময়কালে অবৈধ অর্থ লেনদেনের মধ্যে দিয়ে ছাগলনাইয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করছেন। এনিয়ে যুদ্ধকালিন সময়ে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধারা বার বার আপত্তি করে তদন্তের দাবী করে আসছে। অবশেষে ফেনী মুক্তিযোদ্ধা সংসদ ১০ জানুয়ারী ডিপুটি কমান্ডার মাষ্টার মোঃ শাহাজাহান কে প্রধান করে সহ-কারী ডিপুটি কমান্ডার আবদুর রহমান, মোঃ হায়দার চৌধুরী ও মোঃ আদুল কুদ্দুস সহ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি উপজেলা সংসদে গিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউছুফ চৌধুরীর উপস্থিতিতে সাক্ষাতকার গ্রহন করে পৃথক পৃথক কাগজে তাদের বক্তব্য লিপিবদ্ধ করে কাগজে স্বাক্ষর গ্রহন করেন। তদন্ত কমিটি সকল সাক্ষাতকারের উপর বিস্তারিত প্রতিবেদন তৈরী করে ১৫ জানুয়ারী জেলা অফিসে প্রতিবেদন জমাদেন। প্রতিবেদন প্রাপ্তির পর উপজেলা কমিটি বিলুপ্ত করে মোঃ ইউছুফ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রিয় সংসদ বরাবরে প্রতিবেদন সহ পত্র প্রেরন করেছেন বলে অফিস সূত্রে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *