Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

যুক্তরাষ্ট্রস্থ সোনাগাজী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

15966137_611279575723107_2393248479103220632_n
আবুল হোসেন রিপন, ১০ জানুযারী ১৭।।০৬:২০:১২
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত সোনাগাজী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাদিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনাগাজী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।মঙ্গলবার বিকালে পৌরসভার জিরো পয়েন্টে অবস্থিত হাজী রহিম উল্যাহ ভবনে প্রেসক্লাব কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন,সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন,দপ্তর সম্পাদক সৈয়দ মনির আহামদ,সাহিত্য সম্পাদক ওমর ফারুক,সদস্য শরিয়ত উল্যাহ রিফাত ও চরছান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম মানিক প্রমুখ।আব্দুল হাদি সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা।তিনি দির্ঘদিন যাবৎ স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।প্রবাস জীবনে তার উদ্যেগে সোনাগাজীর বাসিন্দাদের নিয়ে সোনাগাজী কল্যান সমিতি গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *