Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সাংবাদিক নাজমুল কে ফাঁসালো সোহেল তাজের ভাগিনাকে পিটানো সেই পুলিশ কর্মকর্তা

025022Police_kalerkantho_pic

সোনাগাজীর আলো ডেস্ক,২২ জানুয়ারী ১৭।।০২:১৫:৩২

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি ও এমপি সিমিন হোসেন রিমির ছেলে রাকিব হোসেনকে গুলশানে বেধড়ক পিটিয়ে জখম করেছিল পুলিশ। ওই ঘটনায় উচ্চ আদালতে তলব করা পাঁচ পুলিশ কর্মকর্তার অন্যতম ছিলেন বর্তমানে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম মিয়া। তখন তিনি ছিলেন গুলশান জোনের এসি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় একের পর এক নিষ্ঠুর কর্মকাণ্ড তিনি চালিয়ে যাচ্ছেন। তাঁর সর্বশেষ নিষ্ঠুরতার শিকার সাভারের সাংবাদিক নাজমুল হুদা। তাজউদ্দীনের নাতি পিটিয়ে নিজেকে এখনো তিনি ধরাছোঁয়ার বাইরে মনে করেন।

২০১২ সালে ১০ ফেব্রুয়ারি গুলশান এভিনিউর রোডসাইড রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করার সময় কিশোর রাকিব হাসানকে বেধড়ক মারধর করে পুলিশ। রাকিব তখন ‘এ-লেভেল’ পড়ছিল। পুলিশের নির্যাতনে তাকে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সদ্য প্রয়াত জোহরা তাজউদ্দীনের নাতি। রাকিবের মামা সোহেল তাজ তখন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। পরে হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্ত না বাধাগ্রস্ত না করার কথাও বলা হয়েছিল। সেই ঘটনার অন্যতম আশরাফুল আজিমকে হাইকোর্টে তলবের পর তদন্তকালীন বদলির নির্দেশও দেওয়া হয়েছিল। তখন আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে রাকিব গণমাধ্যমকে বলেছিল, ‘‘সন্ধ্যা ৬টার দিকে বন্ধু হিমেলকে নিয়ে গুলশানে একটি খাবারের দোকানের সামনে আমি গাড়ি পার্ক করছিলাম। এ সময় মোটরসাইকেলে আসা দুই পুলিশ সদস্য আমাকে ডাক দিয়ে বলেন, ‘এই, তুই এদিকে আয়। ’ আমি ভদ্রভাবে বললাম, আমাকে তুই করে বলছেন কেন? এতে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তোর কাছ থেকে ভদ্রতার কথা শিখতে হবে?’ কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পুলিশ সদস্য আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। তাঁরা আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে টহল পুলিশকে খবর দেন। কিছুক্ষণ পর টহল পুলিশের একটি দল এলে আমি একপর্যায়ে নিজেকে সোহেল তাজের ভাগনে পরিচয় দিই। এ সময় একজন পুলিশ সদস্য বলেন, ‘সোহেল তাজের ভাগনে! দাঁড়া, তোর মামাগিরি ছুুটাই। ” তখন রাকিবের শয্যাপাশে দাঁড়িয়ে মা সিমিন হোসেন জানান, টহল দলের পাঁচ-ছয়জন পুলিশ রাকিবকে মাটিতে শুইয়ে পেটাতে থাকে। বুট দিয়ে তার বুকে লাথি মারে। শটগান দিয়ে তাকে আঘাত করে। কিছুক্ষণ মারধরের পর তাকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। বিনা কারণে ছেলেকে আটক করার পর আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পরও তিন ঘণ্টা রাকিবকে আটক রাখে পুলিশ। আমাদের মতো লোকদের যদি এই অবস্থা হয়, তাহলে যাদের ওপরে যোগাযোগ করার কেউ নেই, তাদের অবস্থা কী হবে!’

রাকিবের বাবা মোস্তাক হোসেন জানিয়েছিলেন, ‘ছেলেকে আটকের খবর পেয়ে আমি গুলশান থানায় যাই। গিয়ে দেখি রাকিব ও হিমেলকে দায়িত্বরত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হয়েছে। তখন ওসি থানায় ছিলেন না। অনেকক্ষণ বসে থাকার পর একজন কর্মকর্তা আসেন। তিনি কোনো কথা না শুনেই আমাকে বকাঝকা শুরু করেন। এ সময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনকল শেষে ওই কর্মকর্তা বলেন, ‘সোহেল তাজের ভাগনে! জন্মের শিক্ষা দিচ্ছি। দুজনকেই থানায় ঢুকা। এরপর আমার ছেলে রাকিব ও তার বন্ধুকে টানা-হেঁচড়া করে হাজতখানায় ঢুকায় পুলিশ। রাত সোয়া ৯টার সময় ওসি এসে মুচলেকা নিয়ে আমার ছেলেকে ছেড়ে দেন। ’

সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে আজ মানববন্ধন : বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তিসহ তাঁকে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরে আজ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হবে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য দেবেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিককে এ কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে অনুরূপ কর্মসূচি পালিত হবে।সুত্র-কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *