
আবুল হোসেন রিপন,৯ জানুযারী ১৭।। ০৪:১০:১২
উন্নয়নের গনতন্ত্র ,শেখ হাসিনার মুলমন্ত্র এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোনাগাজীতে তিন দিন(৯ -১১ জানুয়ারী) ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম।উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত এ মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল সহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ব্যাংক,বীমা ও প্রাইভেট প্রতিষ্ঠানের ২৩ টি স্টল অংশগ্রহন করেন।স্টলগুলোতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সচিত্র প্রতিবেদন মেলায় আগতদের কাছে তুলে ধরা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান,ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন,পৌর মেয়র রফিকুল উসলাম খোকন,চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু,বগাদানা ইউপির ইসহাক খোকন,আমিরাবাদ ইউপির জহিরুর আলম জহির,সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন,উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
