Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে বিশেষ অভিযানে   ডাকাতসহ গ্রেফতার ৪

 

 

সোনাগাজী  প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী  মডেল থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত  আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, রাতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের  চরগনেশ গ্রামের   তাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম(৩১),  চরচান্দিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মফিজুল হকের ছেলে  মোস্তাফিজ রনি (৩২),  অামিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের রহিমের ছেলে  নুরুল আফসার(২৬), এবং চর দরবেশ ইউনিয়নের চরসাভিকারী গ্রামের  মোজাম্মেল হকের ছেলে জিয়াউর রহমান(৩৫) কে গ্রেফতার করা হয়।

ধৃতদের   বিরুদ্ধে  পৃথক একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *