নিজস্ব প্রতিবেদক,৩০ জানুয়ারী ১৭।।১২:৫৯:২১
ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি হোসানিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী(১১)কে ধর্ষণের চেষ্টাকালে ওই মাদ্রাসার দপ্তরী ফকির আহাম্মেদ(৫০) কে হাতেনাতে অাটক করে পুলিশে দিয়েছে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
সে সদর ইউনিয়নের ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের বাসিন্দা।
মাদ্রাসার অধ্যক্ষ নুর নবী জানান, রবিবার বিকালে মাদ্রাসা কক্ষে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় ফকির অাহম্মদ। ওই সময় ছাত্রীর অাত্নচিৎকার শুনে শিক্ষকরা তাকে অাটক করে, এবং মেয়েকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন।
সোনাগাজী প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ওমর ফারুক জানান, ইতিপুর্বেও তার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ ছিল। মাদ্রাসা কতৃপক্ষ কোন ব্যাবস্থা না নেয়ায় অাবারো সাহস পেয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির অাটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হয়েছে।
