
আবুল হোসেন রিপন,১২ জানুযারী ১৭।।০৩:১২:২১
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরটিআইপি-২ এর আওতায় রিয়াজ উদ্দিন মুন্সিরহাট বাজারে জিসিএম উন্নয়নের নিমিত্তে জনঅংশগ্রহনমুলক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মতিগঞ্জ ইউনিয়নের রিয়াজ উদ্দিন মুন্সির হাট বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান।
প্যানেল চেয়ারম্যান ফেরদৌস রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো: আমিনুর রশিদ চৌধুরী, সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির, এলজিইডির সিনিয়র সোসিওলোজিষ্ট মো: কবিরুল ইসলাম, এলজিইডির সোসিওলোজিষ্ট সোহেল রানা, বিশ্বব্যাংকের স্থানীয় প্রতিনিধি আব্দুল গফুর, মোহাম্মদ মঈনুল ইসলাম, ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ, খান রবিউল আলম প্রমুখ।

বাজারের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ, স্থানীয় ইউপি সদস্য জোৎস্না আরা বেগম,সমাজসেবক হুমায়ুন কবির মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, রিয়াজ উদ্দিন মুন্সিরহাট বাজার ব্যস্থাপনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
সভায় বাজারের ব্যবসায়ী বৃন্দ বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য অবকাঠামো উন্নয়ন, মহিলা মার্কেট, ইউনিয়ন পরিষদ কার্যালয়, শহজ শর্তে ব্যবসায়ী ঋন, ড্রেনেজ ব্যবস্থা ও পয়নিস্কাশন ব্যবস্থা।

