Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর সন্তান জসীম উদ্দিন সারাদেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত

15872019_1197322857048790_7216092103364595378_n

15872019_1197322857048790_7216092103364595378_n15872019_1197322857048790_7216092103364595378_n15872019_1197322857048790_7216092103364595378_n

নিজস্ব প্রতিনিধি, ০৬ জানুয়ারী ১৭।।০৫:৪২:৩২

মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন সারাদেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হিসেবে সনদ ও ক্রেস্ট অর্জন করেছেন।তিনি সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারস্থ আব্দুস সাত্তার মুক্তারের ছেলে। জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ এবং সমাজেসেবার ৬১ বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তার সনদ ও ক্রেস্ট তুলে দেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির। গতকাল ৫ জানুয়ারি ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদফতর অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই মিরসরাই উপজেলা পল্লী সমাজসেবা কার্যক্রমে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে। এদিকে সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন সারাদেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সামাজিক সংগঠন শান্তিনীড়, মলিয়াইশের দুর্বার প্রগতি সংগঠন, আবুরহাটের বিজলী ক্লাব, দূরন্ত সংঘ, হিঙ্গুলীর জাগ্রত প্রতিভা, মিঠানালার ডিলিজেন্ট ক্লাব, মুহুরী প্রজেক্টের অভিনন্দন ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *