সোনাগাজী ডিগ্রী মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ
সৈয়দ মনির আহমদ:
ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় নির্মানাধীন বহুতল ভবনের নির্মান কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন । ৩রা জানুয়ারী লিখিত নোটিশের মাধ্যমে মাদ্রাসার অধ্যক্ষকে এই নির্দেশ দেন মেয়র।
এ ব্যাপারে মেয়র এড. রফিকুল ইসলাম খোকন জানান, চর গনেশ মৌজায় ভবন নির্মানাধিন ভুমিতে পাশ্ববর্তী মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২১শতক জমি রয়েছে। মাদ্রাসা কতৃপক্ষ ভুমির মালিকানার তথ্য গোপন করে ৬তলা ভবন নির্মানের অনুমোদন গ্রহন করে। যাহা সম্পুর্ন পৌর বিধিমালা পরিপন্থী। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে মালিকানা স্বর্ত সুরাহা না হওয়া পর্যন্ত নির্মান কাজ স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ জানান, ভবন নির্মানাধীন জমি ডি.এস ৩২২ দাগের , প্রাথমিক বিদ্যালয়ের জমি ডি.এস ৩১৭ ও ৩২১ দাগে। পৌর কতৃপক্ষ যাচ...





