
খায়রুল আলম শিফন,২৩ ফেব্রুয়ারী ১৭।।১১:২৫:৪৩ অপরাহ্ন
মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান দিলেন সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে অবস্থিত দাবানল ক্রীড়া ও সমাজকল্যান সংঘ।বৃহস্পতিবার বিকালে প্রিয়ার বড় ভাইয়ের হাতে টাকা তুলে দেন দাবানল ক্রীড়া ও সমাজকল্যান সংঘের উপদেষ্টা খুরশিদ ও সভাপতি খায়রুল আলম শিফন।এসময় আরো উপস্থিত ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেনসহ ক্রীড়া সংঘের নেতৃবৃন্দ।প্রসঙ্গত সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী প্রিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
