
ফেনী প্রতিনিধি,২৬ ফেব্রুয়ারী ১৭।।০৮:১৭:৪৩ অপরাহ্ন
ফেনী জেলরোড়স্থ পিটিঅই স্কুল গেইট এলাকায় দুটি দোকানের দেওয়াল ভেঙ্গে দুর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ৭দিনে ফেনী শহরের মাষ্টারপাড়া,জেল রোড়,সহদেবপুর এলাকায় ৪০টিরও বেশী চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে ফেনী জেলরোড়স্থ পিটিঅই স্কুল গেইটের পাশে স্যামসাং মোবাইল মার্ট ও বিরানীর হাটের দেওয়াল ভেঙ্গে নগদ টাকা ও মূল্যবান মোবাইল ফোন নিয়ে যায়। একই সাথে ফেনী মাষ্টার পাড়ার জয়নাল হাজারীর বাড়ীর পাশের মিহির চন্দ্রের বাসার দরজা ভেঙ্গে মূল্যবান জিনিস পত্র সহ ২লাখ টাকার মালামাল লুট করে নেয়,একই দিন ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব হাজারীর ঘরের জানালা কেটে ডাকাত দল প্রবেশ করে ঘুমন্ত মানুষের উপর স্প্রে করে ৪০ ভরি স্বর্ণ অলংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয়।এতে করে পুুরো মাষ্টার পাড়ায় চোর ডাকাতের রাম রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছে স্থানীয় বাসিন্দারা।
