Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী পৌর বিএনপি সভাপতি কারাগারে।।মহসচিব মির্জা ফকরুলের নিন্দা

 

নিজস্ব প্রতিবেদক,২৭ ফেব্রুয়ারী ১৭।।০৫:৩৭:৪২

 ফেনী পৌর বিএনপি’র সভাপতি আলালউদ্দিন আলাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে সোমবার তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “এখন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে সারাদেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। চারিদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতাকর্মীরা দু:সহ জীবনযাপন করছে। অবস্থাদৃৃষ্টে মনে হচ্ছে-এধরণের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের দমন প্রক্রিয়ার যেন কোন শেষ নেই। আজ আজ ফেনী জেলাধীন ফেনী পৌর বিএনপি’র সভাপতি আলালউদ্দিন আলাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা আওয়ামী দু:শাসনেরই ধারাবাহিকতা। আমি অবিলম্বে আলালউদ্দিন আলাল এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও ভিত্তিহীনহীন মামলা প্রত্যাহার এবং তার শর্তহীন মুক্তির জোর দাবি জানাচ্ছি।

অপর এক বিবৃতিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, মো: আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশীদ এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু আজ ফেনী জেলাধীন ফেনী পৌর বিএনপি’র সভাপতি আলালউদ্দিন আলালকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে আলালউদ্দিন আলাল এর বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *