
নিজস্ব প্রতিনিধি, ২৭ ফেব্রুয়ারী ১৭।।০৬:৩৪:৩৭ অপরাহ্ন
মহান মুক্তিযুদ্ধে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ফেনীতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে পুলিশ প্রশাসন। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নির্মিত স্তম্ভের উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী, গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবীর, দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে যারা প্রাণ দিয়ে ছিলো তাদের স্মরণে এ স্মৃতিস্তম্ভ। চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনীর পুলিশ প্রশাসন এমন দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মাণ করেছে যা প্রশংসার দাবীদার। এর মাধ্যমে অপরাপর জেলাতেও এমন প্রশংসনীয় উদ্যোগ নেবে তারা।মডেল থানা ফটকে উদ্বোধনী ফলক ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলা চলবে বলে তিনি জানান।ভাংচুরের ভিডিও ফুটেজ আলামত হিসেবে জব্দ করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
