
তাহসিন নাহার ঐশী,বিশেষ প্রতিনিধি:২৭ ফেব্রুয়ারী ১৭।।০২:৫৫:৩২ অপরাহ্ন
সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব রবিন চৌধুরীর নেতৃত্বে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ কত টুকু ঐক্যবদ্ব তার প্রমান মিলেছে গত ২২তারিখ সন্ধায় উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করার পর।সোনাগাজী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এর সভাপতি/সম্পাদকরা তাদের ফেইজবুক স্ট্যাটাসে সরাসরি লিখেছেন রবিন ছাড়া তারা অন্যকোন নেতৃত্ব চাননা সোনাগাজী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে।তার নেতৃত্বে তারা সোনাগাজীতে দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে, সুখে,দুঃখে এক সাথেই চিলো।বিভিন্ন ইউনিটের সভাপতি/সম্পাদককে দেখাগেছে জোট বেঁধে ফেনীতে বড় নেতাদের সাথে রবিনের জন্য জোর গলায় আওয়াজ তুলতে।সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগের একাাধীক নেতা সোনাগাজীর আলোকে জানান রবিন যে ভাবে সোনাগাজী উপজেলা ছাত্রলীগকে নানা প্রতিকুলকার মাঝে ও ঐক্যবন্ধ করে রেখেছে তা অন্য কারো ধারা সম্ভব না।তারা আরো বলেন আগামীতে সোনাগাজীতে ছাত্রলীগের জন্য রবিনের মত নিজাম হাজারীর এই পরিক্ষীত সৈনিক প্রয়োজন।
