
সোনগাজীর আলো ডেস্ক, ১৭ মার্চ ১৭।। ০৬:৪৭:৩১ অপরাহ্ন
উত্তরার আশকোনায় র্যাবের নির্মাণাধীন কেন্দ্রীয় কার্যালয়ে ‘আত্মঘাতী’হামলাকারী যে বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন সেটি ছিল বেশ শক্তিশালী। ঘটনাস্থল থেকে পাওয়া একাধিক ছবিতে দেখা যায়, বিস্ফোরণে ওই ব্যক্তির শরীরের পুরো মাংসই উড়ে গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোমার আঘাতে হামলাকারীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ১৫-২০ মিটার পর্যন্ত ছিটকে যায়।
হামলাকারী কালো পোশাক পরে সেখানে গিয়েছিল। এছাড়া মৃতদেহের কাছ থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়েছে। জঙ্গির ছিন্নভিন্ন লাশের পাশেই একটি কালো ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখা যায়। তবে এই কালো ব্যাগে কী আছে তা এখনো জানা যায়নি।
এদিকে ঘটনাস্থলে আরো একটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র। সেটি নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।
