
বিশেষ প্রতিনিধি, ০৩ মার্চ ১৭।। ১২:০৩:৪৯ অপরাহ্ন
একটি জায়গায় আমি সফল।এই সেই ফেনী জেলা,যেখানে আমি আড়াই বছর চাকরি করেছি ।আমাকে দিয়ে কেউ কোনও নিরিহ লোককে অস্ত্র দিয়ে চালান করাতে পারেনি পারবেও না।বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।তিনি আরও বলেন,কি দরকার ছিলো উদ্বোধনী ফলক ভাঙ্গার? এই স্মৃতিটা আমার অনেকদিন মনে থাকবে। আমি কি ফেনীতে এমপি নির্বাচন করবো নাকি আমার ভাই বোন বিয়ে দিবো? ফেনীর সাংবাদিকেরা আমাকে যতটা সহযোগীতি করেছে সেটা কখনো ভুলবোনা।ফেনী মডেল থানার ওসি রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
