
সোনাগাজী প্রতিনিধি, ০৩ মার্চ ১৭।।০৮:১২:৪৩ অপরাহ্ন
ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আমার বিদায় অনুষ্ঠানে কোন, থানার দালাল উপস্থিত নেই, কোন ধর্ষণকারী বা ধর্ষণে চেষ্টা কারীরা আজ আমার বিদায় অনুষ্ঠানে উপস্থিত নেই। সোনাগাজী নিয়ে গর্ব করার অনেক কিছু আছে। পুলিশের ব্যর্থতার কারণেই ফেনী মাঝে মাঝে রক্তাক্ত হয়। এটা শেখ মুজিবের বাংলাদেশ, এটা ক্ষুধিরামের বাংলাদেশ, এটা সেলিম আলদীনের বাংলাদেশ, এটা কর্ণেল তাহেরের বাংলাদেশ, এই বাংলাদেশে কোন সন্ত্রাসি বা গডফাদারের স্থান নেই। নিজেদেরকে অসহায় ভাববেননা। যাদেরকে আপনী শক্তিশালী ভাবেন, তাদের পায়ের নিচে হয়তবা মাটিও নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিনা বলেই সন্ত্রাসিদের জন্ম হয়।

বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বের সাথে বেঈমানি করেনি। আমি সেই বাহিনীর সদস্য হিসেবে আমি গর্বিত। যখন কোন ওসি নিজের বিপদ ডেকে আনার ভয়ে সোনাগাজী যোগদান করতে সাহস পাচ্ছেনা। তখন সাহসি মানুষ হিসেবে মো.হুমায়ুন কবির সোনাগাজী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। জানিনা তিনি কতটুকু সফল হয়েছেন? সেটার মূল্যায়ণ সাধারন মানুষ করবে। আমরা কাকে ক্ষমা করবো? যে মানুষটি মা-বোনের চুল কেটে দেয়, যে মানুষটি নিরিহ মা-বোনের গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরায়, যে মানুষটি সোনাগাজী কে নাসির নগর বানাতে মন্দিরে অগ্নি সংযোগ করে, যে মানুষটি সাধারন মানুষের টাকা ছিনতাই করে। তাদেরকে কখনো ক্ষমা করবোনা। তাদের সাথে কখনো আপোষ করবোনা। আমি আল্লাহকে ছাড়া আর কারো রক্তচক্ষুকে ভয় পাইনা। কারো অনুকম্পা পেতে কারো গাছতলায় যাইনা। আপনারাও সাহসিকতার সাথে ঘুরে দাঁড়ান। সোনাগাজীর অধিকংশ মানুষই ভাল। ভাল মানুষদের সাথে আমি আছি। আপনারা কি রাজনৈতিক কারণে একজন মানুষকে খুন করতে পারবেন? যেমনটি দেখেন গাইবান্ধার একজন সংসদ সদস্যকে একজন অবসরপ্রাপ্ত কর্নেলের ষড়যন্ত্রে খুন করা হয়েছে। আমরা দেশপ্রেম ভুলে গেলে চলবেনা। দেশেপ্রেম ঈমানের অংশ। তাই ঈমানের অংশ হিসেবে দেশকে ভালবাসবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, পুলিশকে সহযোগিতা করবেন। একজন অপরাধী যত বড় মহাবীর হন না কেন, যখন তাকে গ্রেফতারে করতে আমার একজন এএসআই যায়, তখন তার দৌড়ে পালানোর সময় হুঁশ থাকেনা। আমরা ৪১ সালের বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সেটি স্বপ্ন নয়, সেটাই বাস্তব। একসময় দেখবেন একজন পিতা যখন অন্যায় করবেন, তখন তার সন্তানরা তার অন্যায় কাজের প্রতিবাদ করবে। আপনারা যত জায়গায় রাস্তা বাঁকা দেখবেন, সেখানে মনে রাখবেন একজন খারাপ লোকের জন্ম হয়েছে। খারাপ লোকদের কারণেই এদেশে রাস্তা বাঁকা হয়।
তিনি শুক্রবার রাতে সোনাগাজী মডেল থানায় তার বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সোনাগাজী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মনিরুজ্জামান বলেন, বীরেরা যুগে যুগে চলে যায়, কিন্তু তারা মরেনা, তারা তার কর্মের মধ্যে দিয়ে চিরদিন বেঁচে থাকেন। বীর চলে যেতে পারে, কিন্তু তার ধাচ চলে যেতে পারেনা। পুলিশ সুপার মহোদয়ের অনুজ হিসেবে আমরা তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ পালন করতে চেষ্টা করবো। এ ছাড়াও বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মহিউদ্দিন মো. মোশায়েদ উল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নাছির উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন, সোনাগাজী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. গোলাম মাওলা, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নুরনবী, এ এস আই কামরুল ইসলাম ও প্রমূখ।উল্লেখ্য, ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম কে পুলিশ হেড কোয়ার্টারে বদলী করা হয়েছে। তিনি ২০১৪ সালে রাজবাড়ী জেলা থেকে বদলী হয়ে ফেনীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
