
নিজস্ব প্রতিবেদক, ২৯ মার্চ ১৭।। ০৬:৩৫:৩২ অপরাহ্ন
কমিটি না থাকায় সোনাগাজীতে ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত জঙ্গীবাদের বিরুদ্ধে কর্মসুচি পালিত হয়নি।২৬ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস আর সেহাগ লিখিত আদেশের মাধ্যমে দেশের সকল থানা,উপজেলা,হল ও পৌরসভা শাখা ছাত্রলীগ কে জঙ্গীবাদের বিরুদ্ধে মিছিল করা নির্দেশনা প্রদান করে।কিন্তু কেন্দ্রীয় নির্দেশ পালন করার জন্য সোনাগাজীতে ছাত্রলীগের কোন নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি।সাংগঠনিকভাবে সোনাগাজীতে ছাত্রলীগের ভিত্তি এমনিতে দুর্বল তার উপর কোন কমিটি না থাকায় সংগঠনটির কার্যক্রম হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে।গত ২১ ফেব্রুয়ারী সংগঠনের গতিশীলতা আনার কারন দেখিয়ে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ।দীর্ঘ এক মাসের বেশী সময় অতিবাহিত হলেও জেলা ছাত্র সোনাগাজী উপজেলা ছাত্রলীগের কোন কমিটি গঠন করেনি। প্রশ্ন উঠেছে অভিবাবক শুন্য সোনাগাজী ছাত্রলীগের কাহিল অবস্থার জন্য কে দায়ী?
সোনাগাজীর ছাত্রলীগের সিংহভাগ নেতাকর্মীর অভিমত অবিলম্বে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বিপর্যয়ের আশংকা রয়েছে।
এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ জানান, অতি শিগ্রই সোনাগাজী ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।ইতিমধ্যে সোনাগাজী ছাত্রলীগের কার্যক্রম তদারকির জন্য জেলার তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।তবে তিনি কেন্দ্রীয় কর্মসুচি পালন না হওয়ার বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি।
