Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

জঙ্গীরা দেশ, জাতী ও ইসলামের শত্রু –আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী

 

নিজস্ব প্রতিনিধি, ১০ মার্চ ১৭।।০৬:৫৮:৩১ অপরাহ্ন

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ইসলাম শান্তি কল্যাণ ও মানবতার মুক্তির ধর্ম।শান্তির জন্য ইসলামে জঙ্গীবাদের স্থান নেই । জঙ্গীরা দেশ জাতী ইসলামের শত্রু।এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।নতুবা জঙ্গীরা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বিতর্কিত করবে।বর্তমানে মানবতার মুক্তির জন্য কোরআন সুন্নাহর অনুসরনের বিকল্প নেই।

তিনি বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মিজান ময়দানে ৩য় বার্ষিক পবিত্র দরসুল কোরআন মাহফিল ও সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফেনী জেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও আন্জুমানে খুদ্দামুল মোসলেমীন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মাহফিলে পবিত্র কোরআন থেকে দরস পেশ করেন চট্রগ্রাম নেসারীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।মাহফিলে উদ্বোধক ছিলেন বিএনএ সম্পাদক মিজানুর রহমান।ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন,লক্ষীপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী,ফেনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার,নোয়াখালী জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, ফেনী চেম্বারের পরিচালক ইন্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম,ফেনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা এমএ মনসুর মোল্লা,সাধারণ সম্পাদক মাওলানা এটিএম কায়কোবাদ,জেলা ইসলামিক ফ্রন্ট্রের সভাপতি মাওলানা মহি উদ্দিন,সাধারণ সম্পাদক জাকির হোসাইন চৌধুরী,মাওলানা নিজাম উদ্দিন রশিদী,মাওলানা শহীদ উল্যাহ রানা,ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি ফয়েজ উল্যাহ আল কাদেরী,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু ও হযরত আমির উদ্দিন পাগলা মিয়া(রহঃ)এর আওলাদ মাওলানা সৈয়দ রেজাউল করিম সোহেল প্রমুখ।মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলামানের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *