Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজে চেয়ারম্যান ভুট্টুর দৃষ্টান্ত স্থাপন 

 

নিজস্ব প্রতিবেদক, ০২ মার্চ ১৭।। ০৮:২০:৩২ অপরাহ্ন

জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজের দৃষ্টান্ত স্থাপন করলেন সোনাগাজীর চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামর ভুট্টু । তারই একটি জনহিতকর কাজের নজির বৃহস্পতিবার ওই ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী এবং পরিষদের সদস্যবৃন্দের সমন্বয়ে ইউনিয়নের পাকা সড়ক গুলোতে গতি নিয়ন্ত্রক (স্পীড ব্রেকার) নির্মাণ কাজের উদ্বোধন।যাতে রাস্তায় যানবাহন অযাচিতভাবে দুর্ঘটনাজনিত  কারণে জানমালের ক্ষতিগ্রস্ত না হয়।

ভুট্টুর পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ অত্র ইউনিয়নের পাঁচ পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।ইউনিয়নের মাটি আর মানুষের সাথে যাঁর রয়েছে আত্মার সম্পর্ক।পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েই প্রতিটি ক্ষেত্রেই যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছে ভূট্টো।

দায়িত্ব গ্রহনের পর ভুট্টু কারামতিয়া দাখিল মাদ্রাসা ও দাসের হাট উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ ইতিমধ্যে শেষ করেছে। ইউনিয়নের কয়েকটি কাঁচা রাস্তা পাকা করণের কাজ শুরু হয়েছে।চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় এবং মহিলা মাদ্রাসার গেইটের কাজ অতি অল্প সময়ের মধ্যে শুরু করা হবে জানা গেছে।কারামতিয়া বাজারের শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য পরিষদের পূর্ব প্রান্ত তেমোহনী থেকে বাজার পর্যন্ত সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে।

এমনি আরো বহু জনকল্যাণকর কার্যাবলী, সন্ত্রাস চাঁদাবাজ মদ গাঁজা ইয়াবাসহ নেশাখোরদের দমন করে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে অত্র ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপ দিয়ে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের অংশীদার হয়ে জনগণের অন্তরে স্থান নিয়ে যোগ্যতার স্বাক্ষর রাখার প্রবল ইচ্ছা নুরুল ইসলাম ভূট্টোর।

স্থানীয় এলাকাবাসী ভুট্টুর জনহিতকর কাজের উদ্যেগের ভুয়সি প্রসংশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *