
সোনাগাজীর আলো ডেস্ক, ১৭ মার্চ ১৭।। ০২:৩১:৩৯ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় হাজি ক্যাম্পে র্যাবের অস্থায়ী ক্যাম্পে ঢোকার সময় বাধা পেয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, দুপুরে উত্তরায় হাজি ক্যাম্পে র্যাবের অস্থায়ী কার্যালয়ে (প্রস্তাবিত হেডকোয়ার্টার) জুমার নামাজের সময় ২৫/৩০ বছরের এক যুবক দেওয়াল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এ সময় ডিউটিরত র্যাব সদস্যরা বাধা দেয়। বাধা পেয়ে যুবকটি নিজের শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
চট্রগ্রামের সিতাকুন্ডে জঙ্গী আস্তানায় অভিযানের একদিন পর ঢাকাতে আত্মঘাতি বোমা বিস্ফোরন ঘটে।
