Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

কাজ করার এক দিন পরই ভেঙ্গে গেলো সোনাগাজীতে নির্মানাধীন মহেশ্চর-বিজয়নগর সড়ক

নিজস্ব প্রতিবেদক, ২৩ মার্চ ১৭।। ১২:১০:৩২ অপরাহ্ন

নির্মানের এক দিন পরই ভেঙ্গে গেল ফেণী জেলার  সোনাগাজী  উপজেলার মতিগন্জ  ইউনিয়নের নির্মানাধীন পূর্ব মহেশ্বর  — বিজয় নগর সড়কের একাংশ।  ৪৬ লক্ষ টাকা ব্যায়ে সড়কটি শাহাব উদ্দিন সড়ক নামে পরিচিত।স্থানীয় প্রভাবশালী মহল ও ঠিকাদারের কারসাজিতে নিম্মমানের কাজের কারনে সড়কটির একাংশ ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *