
পরশুরাম সংবাদদাতা ১৮ মার্চ ১৭।। ০৪:৩৫:৩৯ অপরাহ্ন
পরশুরামে ফেসবুকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কটুক্তির অভিযোগে আহসান কামরুল মজুমদার তুহিন(২৭ ) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার পরশুরাম বাজার থেকে তাকে আটক করা হয়।সে পরশুরাম পৌরসভার দুবলা চাঁদ গ্রামের ধনমিয়া মজুমদারের ছেলে।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান ছাত্রদল কর্মী আহসান কামরুল মজুমদার শুক্রবার তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেন।বিষয়টি পুলিশের নজরে এলে শনিবার দুপুরে পরশুরাম বাজারের একটি চা দোকান থেকে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ ব্যাপারে পরশুরাম উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ফেনী জেলা পরিষদ সদস্য সফিকুল হোসেন মহিম বলেন ছাত্রদল কর্মী আহসান কামরুল দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে নিয়ে নানা কটুক্তি করে আসছিল।
