Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ২৩৩ মেধাবী শিক্ষার্থী

 

 

বিশেষ প্রতিনিধি, ২২ মার্চ ১৭।। ১২:১০:৪৩ অপরাহ্ন

২৩৩ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থী পেলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। ২০১৩ ও ২০১৪ সালে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্তদের এই পদক ও সনদ দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবীদের হাতে এ পদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে এ পদক দেওয়া হয়েছে।

জানা গেছে, এবছরই প্রথমবারের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হয়েছে। এর আগে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হতো। ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থী এই স্বর্ণপদক পেলেন।

পদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও সদস্য ড. দিল আফরোজ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *