Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফুলগাজীতে বেপরোয়া গাড়ীয় ধাক্কায় পুলিশের এসআই গুরতর আহত

 

সাহাব উদ্দিন ফুলগাজী, ১৭ মার্চ ১৭।। ০১:৪৭:৩১ অপরাহ্ন

ফুলগাজী থানার টহলরত পুলিশের সিগন্যাল অমান্য করে প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এস আই) গুরুতর আহত হয়েছে। তাঁর নাম শওকত হোসেন। বুধবার দিবাগত ভোর সাড়ে চারটের সময়ে ফেনী – পরশুরাম সড়ক হাসানপুর বোর্ড অফিস রাস্তার মাথা  নামকস্থানে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষন পর গাড়ীসহ চালক মো.মিলন (২৭) কে ফেনীর কাজির বাগ এলাকায় হইতে পুলিশ  আটক করে । 

স্হানীয় এলাকাবাসী ও পুলিশের তথ্যমতে বুধবার ১৫ মার্চ দিবাগত  আনুমানিক ভোর সাড়ে চারটের সময় ফুলগাজী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.শওকত হোসেন ফোর্স নিয়ে টহলরত ছিলেন ফেনী পরশুরাম সড়কের হাসান পুর বোর্ড অফিস নামকস্থানে।

এসময় ফুলগাজী থেকে আসা একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গেলে এসআই শওকত হোসেন গাড়ির ধাক্কায় রাস্তার বাইরে সিটকে পড়ে যায়। এসময় তাঁর হাঁটুর উপরের অংশের হাড় ভেঙে যায়। এবং বুকে ও কোমরে প্রচন্ড ব্যথা পায়। 

চালক পালিয়ে যাওয়ার চেস্টা করলে খবর পেয়ে  ফেনী থানার পুলিশ কাজিরবাগ এলাকায় থেকে গ্রেফতার করে ফুলগাজী থানার পুলিশের নিকট  সোপর্দ করেন।

গ্রেফতারকৃত চালক মো. মিলন জানান,  সে ঢাকা এয়ারপোর্ট হইতে একটি ভাড়া নিয়ে ফুলগাজী আসে। ভোররাতে যাওয়ার  সময়ে ডাকাত সন্দেহে বেপরোয়া গতিতে গাড়ী চালালে এঘটনা ঘটে। সে কুমিল্লা জেলার বরুরার ছোট তুলাগাঁওর মৃত সোবহান মিয়ার ছেলে। সে দীর্ঘদিন বিমান বন্দর থেকে ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যান। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ বলেন, এসআই শওকত হোসেনকে প্রথমে ফেনী সদর হাসপাতাল পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। 

এদিকে পুলিশ বাদী হয়ে চালকের বিরুদ্ধে ফুলগাজী থানায়  মামলা রুজু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *