
নিজস্ব প্রতিনিধি, ০৯ মার্চ ১৭।। ১০:৫৯:৩১ অপরাহ্ন
ফেনীর ফুলগাজীতে বুধবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ আহত হয়েছে ৩ জন। এ ঘটনায় এক আনসার সদস্য নিহত হয়েছে।
আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান হিসেবে বুধবার মধ্যরাতে মাদক ব্যবসায়ীদের ধরতে ভারতীয় সীমান্ত এলাকা ফুলগাজী উপজেলার বদরপুরের খানা বাড়ীতে অভিযান চালায়। এসময় বেশ কয়েকজন মাদক বিক্রেতাকে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটলে স্থানীয় মাদক বিক্রেতারা সংজ্ঞবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশকরাউন্ড গুলি ছুড়ে। এসময় মাদক বিক্রেতাদের হামলায় ম্যাজিস্ট্রেট সোহেল রানা শরীরে গুরুতর আঘাত পায়। তিনি ছাড়াও আহত হয় ভ্রাম্যমান আদালতের আরো দুই সদস্য। এ ঘটনার পর এক আনসার সদস্য নিখোঁজ রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
ফুলগাজী থানার পরিদর্শক এস এম মোর্শেদ জানান, নিখোঁজ আনসার সদস্যের খোঁজে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে। আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উভয়ের মধ্যে সংঘর্ষে আনসার সদস্য নওশের আলী নিহত হয় বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে এক আনসার সদস্য নিখোঁজ রয়েছে। তবে রাতে সীমান্তের ওই অংশে বিজিবি-বিএসএফ বৈঠক হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অপর আরেকটি বিশ্বস্তসূত্র নিশ্চিত করেছেন।
