
ফেনী প্রতিনিধি, ২৬ মার্চ ১৭।। ০৪:৪৪:২১ অপরাহ্ন
বেসরকারী জনপ্রিয় টিভি চ্যানেল দেশটিভির ৮ম বর্ষপূর্তি ফেনীতে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ২৬ মার্চ রবিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান।বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও সমকালের ষ্টাফ রির্পোটার শাহ জালাল রতন,ফেনী প্রেসক্লাব সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম।
দেশ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দূর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন,ফেনী রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন,আরটিভি প্রতিনিধি আজাদ মালদার,চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,যমুনা টিভির প্রতিনিধি যতন মজুমদার,একাত্তর টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু,দৈনিক দূর্বারের সহ সম্পাদক শাহ আলম ভূঞা,স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন,দৈনিক আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক তমিজ উদ্দিন,কবি ইকবাল চৌধুরী,দৈনিক জনতার প্রতিনিধি মফিজুর রহমান ,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কর্মকর্তা কাজী মিজানুর রহমান মিষ্টার,প্রকৌশলী সরওয়ার ও সমাজ সেবক কায়েস চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ টিভি দর্শক ফোরামে দেশ আমারের জেলা সভাপতি আবদুল গোফরান বাচ্চু ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দেশটিভির জন্মদিনের কেক কাটেন।
