Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীর ফরহাদনগরে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

 

 

নিজস্ব প্রতিবেদক, ১৩ মার্চ ১৭।।১১:৪৬:৩১ অপরাহ্ন

ফেনী সদর উপজেলার ফরহাদনগরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফোরকান চৌধুরী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সোমবার বিকালে ওই ইউনিয়নের খাইয়ারা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান  ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফোরকান চৌধুরী জানান, সোমবার ওই ইউনিয়নের কেএমহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ছিল। তাই সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করতে যান তিনি। পরে মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তার সমর্থিত নেতাকর্মীরা সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে খাইয়ারা বাজার বঙ্গবন্ধু পরিষদের সামনে পৌঁছলে টিপু চেয়ারম্যানের লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় সিএনজি চালক আবছার, যুবলীগ নেতা আবু তৈয়ব, শহীদুল ইসলাম শামীম ও রিয়াদ হোসেন গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শামীম ও আবছারকে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এদিকে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন টিপু জানান, ফোরকান চৌধুরীর ভাড়াটে সন্ত্রাসীরা সুবলপুর রাস্তার মাথায় তার সমর্থিত ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সুজাউল হক সবুজ ও ছানাউল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব হাজারীকে দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছলে তাকে হত্যা করার উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবুজ ও ছানাউল্লাহকে গুরুতর আহতাবস্থায় প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় উভয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ শাহিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঘটনার সময় কোন গোলাগুলি ঘটেনি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *