
আবুল হোসেন রিপন, ০৯ মার্চ ১৭।। ০৬:০৬:১৯ অপরাহ্ন
শফত নিলেন দ্বিতীয় বারেরমত বিজয়ী চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুর হোসেন।বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান তার অফিস কক্ষে নুর হোসেন কে শফত বাক্য পাঠ করান।নুর হোসেন চরছন্দিয়া ইউপির ছয় নং ওয়ার্ড থেকে গত ৩১ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম কে পরাজিত করে।এরপূর্বে গত ৪ জুন ভোট গ্রহনের সময় ভুঞাবাজার হাজী তোফায়েল আহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র হামলার ঘটনায় ভোট গ্রহন স্থগিত করা হয়।সেসময় ভোট কেন্দ্রে হামলার ঘটনায় একজন নিহত ও আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ ১০ জন আহত হয়েছিলেন।

শফত গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরছান্দিয়ার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির,মতিগঞ্জের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, চরছান্দিয়ার ইউপি সদস্য আকবর হোসেন,মোহাম্মদ লিটন,রিনা আক্তার,সচিব আব্দুল হালিম,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সরওয়ার হোসেন প্রমুখ।
