
নিজস্ব প্রতিনিধি, ১৮ মার্চ ১৭।। ০৯:৩০:৩২ পূর্বাহ্ন
ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইকান্দি গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় শীর্য মাদক সম্রাট জুয়েলের সহযোগীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।পুলিশ মাদক আস্তানা থেকে থেকে ১০ কেজি গাঁজা,৮০২ পিস ইয়াবা,১০২ পুরিয়া হেরোইন,বিদেশী মদ,মাদক সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামাদি ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে । মাদক ব্যাবসায়ীদের হামলা মোকাবেলায় আত্মরক্ষার্থে পুলিশ গুলি বর্ষন করলে মাদক ব্যাবসায়ী ফকির আহাম্মদ গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৪ টার সময় উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের মাদক বিক্রেতা ফকির আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।এসময় বিপুল পরিমাণ মাদক সহ ফকির আহম্মদ ও তার দুই ভাই সালাহ উদ্দিন ও মাঈন উদ্দিন গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,তাদের ছাড়িয়ে নিতে মাদক সম্রাট জুয়েল ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালালে এএসআই কামরুল,জহির উদ্দিন,মোহাম্মদ সোহাগ,কনষ্টেবল নুর মোহাম্মদ সহ ৬ পুলিশ সদস্য আহত হয় ।আহত পুলিশ সদস্যরা সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গুরুতর আহত ফকির আহম্মদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সে ওই এলাকার পাঠান বাড়ীর বাচ্চু ড্রাইভারের ছেলে।
ছেলের মাদক ব্যাবসার কথা স্বীকার করে বাচ্চু ড্রাইভার বলেন,তা অপর দুই ছেলে নির্দোষ।তারা সিএনজি চালিয়ে জীবিকা নির্ভহ করে।
এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে শীর্ষ মাদক ব্যাবসায়ী জুয়েলের পৃষ্টপোষকতায় ফকির আহাম্মদ এলাকায় বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করছে।পুলিশ একাধীকবার অভিযান চালালেও তাদের গ্রেফতার করতে পারেনি।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ফকির আহাম্মদ তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী।তাকে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা করে।
