
নিজস্ব প্রতিবেদক, ১৫ মার্চ ১৭।। ১১:০৮:৩২ অপরাহ্ন
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের দাগনভুঞা বাড়ীর ফকির আহম্মদের ছেলে মো. অারাফাত (১০) বুধবার রাত ৯টায় নিজগৃহে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যার খবর পাওয়া গেছে।
সে উপজেলার ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।
জানা যায়, বুধবার সন্ধ্যায় টিভি দেখার সময় তার মা তাকে পড়ালেখার তাগিদ দেয়। কিন্তু সে টিভি দেখা বন্ধ বা করলে তাকে বকুনী দেয়। এর কিছুক্ষন পর অভিমানে নিজের শয়ন কক্ষে গলায় রশি পেছিয়ে অাত্মহত্যা করে। টের পেয়ে তার মা তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অারাফাতকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, মাদ্রাসা ছাত্র অারাফাত মানসিক প্রতিবন্ধি ছিল। অাত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি শোকার্ত পরিবারের সাথে কথা বলেছেন তিনি।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করছেন।
