Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে সরকার দলের কোন্দলে ছাত্রলীগ নেতা খুন(ভিডিও)

 

 

বিশেষ প্রতিনিধি, ২৬ মার্চ ১৭।। ১২:৩৩ ৫৪ অপরাহ্ন

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউপিতে সরকার দলের কোন্দলে গুলিতে স্থানীয় ছাত্রলীগ নেতা নুর আলম রিপন(২৫)  নিহত হয়েছে।ঘটনাটি শনিবার রাত সাড়ে ১০ টার সময় ওই ইউপির পাইকপাড়া গ্রামের কাসারি বাড়ীর সামনে ঘটে।নিহত রিপন বগাদানা ইউপির ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ও মারফত আলী সারেং বাড়ীর সফিকুর রহমানের ছেলে।নিহতের মা সাজেদা বেগম জানান,স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক মাস ধরে রিপনের সাথে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল, যুবলীগ নেতা এরশাদ,ভাবলু,মনছুর রাসেল,জনি ও লাতু মিয়ার সাথে বিরোধ চলছে।

এরই কারনে শনিবার রাতে রিপন স্থানীয় ইউপি সদস্য সেলিম ও আরো কয়েকজনকে সাথে নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে মোজাম্মেলের নেতৃত্ব সন্ত্রাসীরা পথরোধ করে রিপন কে গুলি করে।প্রানভয়ে অন্যরা পালিয়ে গেলে তারা পুনরায় তাকে এলোপাথারী কুপিয়ে গুরতর আহত করে।এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সোনাগাজী মড়েল থানার সেকেন্ড অফিসার হারুনের নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার সময় মৃত্যুবরন করে।

রিপনের মৃত্যুর খবরে তার সমর্থকেরা তাকিয়া বাজারে স্বেচ্ছাসেবকলীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।পুলিশ সে ঘটনায় ইউপি সদস্য সেলিম,রুস্তম আলী ও বেলায়েত হোসেন চুট্টু নামে তিন জন কে গ্রেফতার করে।

মডেল থানার সেকেন্ড অফিসার হারুন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিপন হত্যাকান্ডের অভিযোগ করলেও নিহতের মা মাজেদা বেগম জোরগলায় সে অভিযোগ প্রত্যাক্ষান করে বলেন গত দুই মাস পূর্বেও অভিযুক্তরা রিপনকে হত্যার উদ্যেশে আমাদের বাড়ীতে বোমা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।সেসময় থানায় মামলা দিলেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি।

এদিকে নিহত রিপনের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বগাদানার ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানিয়েছেন, রিপন ছাত্রলীগের ত্যাগী নেতা ছিলেন।তাকে পরিকল্পিতভাবে নুশংসভাবে হত্যা করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *