
নিজস্ব প্রতিনিধি, ১৭ মার্চ ১৭।। ০৭:০০:৩২ অপরাহ্ন
জেলার সোনাগাজীতে চেক প্রতারণার মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেফতার জসিম ২০১৫ সালের চেক প্রতারণার একটি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একই মামলায় তার বিরুদ্ধে ৬ লাখ টাকার অর্থ দণ্ড রয়েছে।
জসিম মতিগঞ্জ ইউনিয়নের দশপাইয়া গ্রামের অলি আহম্মদের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
