
নিজস্ব প্রতিনিধি, ১৭ মার্চ ১৭।। ০৮:৪৬:৩২ অপরাহ্ন
সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের কুঠির হাট বনিক সমিতির নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার সকালে ভোট শুরু হয়ে বিকাল ৪ টার সময় শেষ হয়।ভোট গননা শেষে দেখা যায় ১১ টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ সহ সাত পদে আ’লীগ সমর্থিত ব্যাবসায়ী এবং সহ সভাপতি,সাধারন সম্পাদক ও সহ সাধারন সম্পাদক সহ ৪ পদে বিএনপি-জামায়াত সমর্থিত ব্যাবসায়ীরা জয়লাভ করেছে।ফলাফল ঘোষনার পর বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরন করে নেয় ব্যাবসায়ী ও এলাকাবাসী।যারা বিজয়ী হয়েছেন তারা হলেন:-
সভাপতি- ডাক্তার মোহাম্মদ নুর নবী(আ’লীগ)।
সহ সভাপতি-জাহাঙ্গির আলম(জামায়াত)।
সাধারন সম্পাদক-আব্দুস সোবহান ছৌধুরী(বিএনপি)।
সহ ।। ।। – শাহাদাহ হোসেন(জামায়াত)।
কোষাধ্যক্ষ -মোস্তফা কামাল পাশা(আ’লীগ)।
সদস্য —
আব্দুর রব(আ’লীগ)।
সুরুজ মিয়া(।। )।
আলমগীর (।।)।
শাহাব উদ্দিন(।।)।
জসিম উদ্দিন (।।)।
ডাক্তার জসিম উদ্দিন (বিএনপি)।

