Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর বিএনপি নেতা নিজামের পি.এইচ.ডি ডিগ্রী অর্জন

 

নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ১৭।।০৯:১২:৩২ অপরাহ্ন

সোনাগাজী উপজেলার প্রভাবশালী বিএনপি নেতা নিজাম উদ্দিন আমেরিকান ওয়াল্ড ইউনিভারসিটি(ইউ এস এ) হইতে মার্কেটিং এ উচ্চতর ডিগ্রী(পিএইচডি) অর্জন করেছেন।উনার গভেষনার বিষয় ছিল “An study on Environment Friendly Low cost housing in urban areas  of Bangladesh”।

তিনি  উপজেলার  চরমজলিশপুর ইউনিয়নের চর গোপাল গাঁও গ্রামের হোনাজী ভূঞা বাড়ীর মৃত সৈয়দের রহমানের ছেলে।  দেশের এক জন প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।ব্যক্তি জীবনে  ২ কন্যা এবং ১ পুত্র সন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *