
নিজস্ব প্রতিবেদক, ০৩ মার্চ ১৭।। ০৪:৪০:২১ অপরাহ্ন
সোনাগাজীতে জুয়া খেলাবস্থায় টাকা ও তাসসহ ০৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।বুহস্পতিবার রাতে তাদের উপজেলার নবাবপুর ইউপির ভোরবাজার থেকে আটক করা হয়।পুলিশ জানায়,ওই এলাকায় একদল জুয়াড়ি জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় ভোরবাজারের সুচনা টেলিকম নামের দোকানে জুয়া খেলাবস্থায় আব্দুল হক(৩০),শরিফুল ইসলাম(৩২),একরামুল হক(৩৫),কামরুজ্জামান শামিম(৩৫),বসর(৪০),আরিফুল ইসলাম(৩০) কে আটক করা হয়।তাদের কাছ থেকে তাস ও ১৪ শত টাকা উদ্ধার করা হয়।শুক্রবার বিকালে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান প্রত্যকের ১ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেকা আদায় করে।
