ফেনী প্রতিনিধি- ফেনীতে ২০১৭ সালের এইচ.এস.সি-সমমান মডেল টেষ্ট পরিক্ষার পুরস্কার বিতরণ করেন স্কিলোপেডিয়া আইসিটি কেয়ার সেন্টার।সোমবার বিকালে ডাক্তারপাড়াস্থ সেন্টারের কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের এ পুরস্কার তুলে দেয়া হয়।এসময় ফেনী বিশ্ববিদ্যালয়ের লেকচারার কাওছার মাহমুদ,স্কিলোপেডিয়া আইসিটি কেয়ার সেন্টারের পরিচালক ও দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারী, স্কিলোপেডিয়া কম্পিউটার প্রফেশনাল কেয়ার সেন্টারের পরিচালক দিদারুল আলম,সহকারী পরিচালক আজিজ আল ফয়সাল,দৈনিক স্টার লাইনের ডেস্ক ইনচার্জ আমিরুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রথম পুরস্কার লাভ করেন নাফিদা আক্তার,২য় পুরস্কার পান মর্জিনা আক্তার ও ৩য় পুরস্কার লাভ করেন ইমদাদুল হক শাকিল।
