Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

৪০ তম জম্মদিনে ‘মা’ কে খুব মিস করছি

 

 

আবুল হোসেন রিপন,  ১৫ মার্চ ১৭।।১১:৪৫:২০ পূর্বাহ্ন

নানু বলেছিলো আমার যে দিন জম্ম হয়েছে সেদিন নাকি খুব বৃষ্টি হয়েছে।১৯৭৭ সালের ১৫ মার্চ আমার হতভাগীনি মা আমাকে পৃথিবীর আলোতে এনেছে।৪০ বছর পর আজ সেই দিন।

আল্লাহর কি অশেষ রহমত দিনটিতে আমার আদরিনি,সোহাগিনী,মমতাময়ী,হতভাগনী মা পৃথিবীতে নেই।নানু বলেছে,যেদিন আমার মা আমাকে ছাড়া আমাদের বাড়ী ত্যাগ করতে হয়েছে সেদিন আমার মা খুব কেঁদেছিলো। ৭ মাস বয়সী দুধের শিশুকে  ফেলে পাহাড়সম বিপদ সামনে থাকলেও কোন মা তার সন্তান কে ফেলে যাবেনা।কিন্তু আমার মা যেতে বাধ্য হয়েছিলো।তারপর আমার যখন যায় যায় অবস্থা তখন আবার আমাকে নানার বাড়ীতে মায়ের কোলে পাঠিয়ে দেওয়া হলো।

একটি অনাকাংখিত ঘটনায় আমার বাবা ও মায়ের বৈবাহিক সম্পর্কটা নষ্ট করে দেওয়া হয়েছিলো।এটার জন্য কাউকে দায়ী করিনা কারন সেই মানুষগুলোর সাথে বসবাস করতে হচ্ছে।নানার বাড়ী যখন মায়ের স্থায়ী ঠিকানা হয় তখন নানা ছিলোনা।৫ খালা, দুই মামা কে নিয়ে নানুর তখন বেঁচে থাকার সংগ্রাম চলছে ঠিক সময়ে আমার মায়ের নানুর বাড়ীতে অবস্থান কি কঠিন পরিস্থিতি? দুই মামার তখন মাত্র সেনাবাহীনিতে চাকিরী হয়েছে।অবশ্য বাবা আমার যাবতীয় খরছ নানুর হাতে পৌঁছে দিতো।

অনেক না বলা কথা যাহা কখনো কাউকে বলা যাবেনা।নানু, মা,খালাদের কোলে আমার জীবনের প্রথম চার বছর কাটে।তারপর আবার আমার ঠিকানা হলো আমাদের বাড়ী।আমাদের বাড়ীতে দাদু ও নতুন মায়ের উপর পড়লো আমার জীবন।এ দুজনের পরম মমতায় একান্নবর্তী সংসারের জ্যাঠি মা,চাচিদের আদরে বেড়ে উঠি।

৪০ তম জম্মদিনে এদের সবাই কে পরম শ্রদ্ধার সাথে স্মরন করছি।আমার বেড়ে উঠার অধিকাংশ সময় বাবা দেশের বাইরে চাকুরীতে ছিলো।আমার বিশ্বাস বাবার মতো এত সহজ সরল, নির্লোভ মানুষ আমাদের সমাজে দ্বিতীয়টা খুজেঁ পাওয়া যাবেনা।বাবা খুব অসুস্থ্য অবস্থায় জীবনের শেষ দিন গুলো পার করছে।

কারো যদি মা না থাকে তার জীবনটা কেমন হতে পারে আমিই তার বড় উদাহরন।মায়ের শুন্যতা প্রতিটি ক্ষনে অনুভত হয়।আমার মা বেঁচে থাকার সময় সুখ নামক সোনার হরিনটার সন্ধান পাইনি।আজকে আমার একটা সংসার আছে,দুমুঠো খাওয়ার ব্যাবস্থা আছে,বলতে পারি সুখও আছে কিন্তু সেই সুখের নীড়ে আমার মা নেই।বিষয়গুলো মাথায় আসলে রিয়েলি আমি অসুস্থ্য হয়ে পড়ি।এসময় গুলোতো ‘মা’ কে যে কতটা মিস করি তাহা বুঝানো যাবেনা।

৪০তম জম্মদিনে বিধাতা যেন আমার ‘মা’ বেহেস্তের সর্বোচ্চ মর্যদায় অসীন রাখে সেই প্রার্থনা করছি।

আমার জম্মদিনে বন্ধু বান্ধব,আত্মীয় স্বজন, শুভাকাংখি যারাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাই কে আন্তরিক অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *