
সোনাগাজীর আলো ডেস্ক, ০২ এপ্রিল ১৭। ০২:২০:৩২ অপরাহ্ন
ছাত্রলীগের দাবির মুখে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ৮৭ লাখ টাকা ফেরত দেবে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষ। গতকাল দুপুরে ছাত্রলীগ, কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জানা যায়, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের ২৬১ জন শিক্ষার্থীর কাছ থেকে বেতন ১ হাজার, ল্যাব ফি ৫ হাজার ও সেশন ফি বাবদ ৫ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আদায় করে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সঙ্গে দুই ধরনের প্রতারণা করেছে। তারা ভর্তি হয়েছিল চট্টগ্রাম বিজ্ঞান কলেজে। কিন্তু এইচএসসি পরীক্ষায় তাদের প্রবেশপত্র দেওয়া হয় সিটি বিজ্ঞান কলেজের নামে। তাছাড়া বোর্ড নির্ধারিত ফির বাইরে তারা বেতন, সেশন ও ল্যাব ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় করে।
