Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

পরিবারের দাবী সোনাগাজীর যুবলীগ নেতা আলাউদ্দিন ইস্কান্দর গ্রেফতার।।পুলিশের অস্বীকার

বিশেষ প্রতিনিধি, ০৪ এপ্রিল ১৭।। ০৫:৩৮:২১ অপরাহ্ন

সোনাগাজীর সদর ইউপির যুবলীগ সভাপতি আলাউদ্দিন ইস্কান্দর কে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছেন তার পরিবার।মঙ্গলবার বিকাল তিনটার সময় তাকে পুলিশ পৌরসভার কোর্ট এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।ইস্কান্দর কে গ্রেফতারের সময়  তার স্ত্রী মডেল থানার এসআই ডালিম মজুমদার ও হারুন কে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন।তবে তার গ্রেফতারের বিষয়ে মড়েল থানার ওসি হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি থানার বাইরে আছে জানিয়ে বিষয়টির খোঁজ নিচ্ছেন বলে জানান।ইস্কান্দরের স্ত্রীর দাবীর প্রেক্ষিতে এসআই ডালিম কুমার মজুমদারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে ওসির সাথে যোগাযোগের পরামর্শ দেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান,ইস্কান্দরকে গ্রেফতারের পর সিএনজিযোগে পুলিশ তাকে থানার দিকে নিয়ে যায়।তারা আরও জানান প্রথমে সিএনজি থেকে নেমে কয়েকজন পুলিশ তার বাসায় প্রবেশ করে।এর কিছুক্ষন পর আরেকটি সিএনজিযোগে আরো পুলিশ তার বাসায় প্রবেশ করে।প্রায় ১৫ মিনিট বাসায় অবস্থানের পর পুলিশ ইস্কান্দরকে নিয়ে যায়।ইস্কান্দরের স্ত্রী শাহানা আক্তারও একই রকমের কথা বলে জানান,প্রথমে কয়েকজন পুলিশ বাসায় প্রবেশ করে ইস্কান্দরকে গ্রেফতার করে। পরে মোবাইলে  আসামী পেয়েছি বলে আরো পুলিশ কে আসতে বল্লে অন্তত ৫ জন পুলিশ বাসায় প্রবেশ করে সমস্ত বাসা তন্নতন্ন করে তল্লাসী চালায়।তবে তল্লাসী করে পুলিশ কোন কিছু উদ্ধার করতে পারেনি।পুলিশদের মধ্যে কয়েকজন ছাড়া  সবাই পোষাক পরিহিত ও অস্ত্র বহন করেছিলো বলে জানিয়েছেন তিনি।

ইস্কান্দরের স্ত্রী শাহানা আক্তার আরো জানান,বাসা তল্লাসীর পর এসআই হারুন তার কাছে সাদা কাগজে স্বাক্ষর নেন।

যুবলীগ নেতা ইস্কান্দরের বিরুদ্ধে সোনাগাজী মড়েল থানায় কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ারা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *